ভোলায় এসএসসি ৯৮ ব্যাচের মিলন মেলা 

Jul 1, 2023 - 22:03
Jul 1, 2023 - 22:04
 0  217
ভোলায় এসএসসি ৯৮ ব্যাচের মিলন মেলা 

বন্ধুদের মিলন উৎসব হলো ভোলা জেলার এসএসসি-৯৮ ব্যাচ ভোলা জেলার। ১ জুলাই; শনিবার সকাল ১১টায় কেক কেটে বন্ধুদের মিলন উৎসব শুরু করেন বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজের হলরুমে। 

এক মহা উৎসবের মাধ্যমে সকল বন্ধুরা যেন ফিরে গেল সেই কৈশরে পুরনো বন্ধুদের কাছে পেয়ে। আবেগ উচ্ছাস নিয়ে মনের কথা বলতে ব্যাকুল কৈশরের বন্ধুরা। আবেগ আপ্লুত হৃদয়ে সবাই সবাইকে বুকে জাগিয়ে নিয়ে স্মৃতি চারন করছে সেই পুরনো দিনের অভিজ্ঞতা। সবাই বার বার ফিরে যেতে চায় সেই মধুর কৈশরে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো বন্ধুদের খুঁজে পেতে তেমন বেগ পোহাতে হচ্ছে না। স্বল্প সময়ে সবাইকে কাছে পাওয়া যায় বলে জানান আয়োজক কমিটির অন্যতম সদস্য বোরহানউদ্দিন পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: কামাল হোসেন।

৯৮ ব্যাচের আয়োজক কমিটির আরেক সদস্য হিমেল জানান আমরা যতদিন বেঁচে আছি আমাদের এই যোগাযোগ বজায় রাখব এবং একে অপারের সহযোগিতায় কাছে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow