বোরহানউদ্দিনে সরকারি আবদুল জব্বার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) চন্দ্র মিস্ত্রি ও শিক্ষক মো: শাহজাহান এর বিদায় সংবর্ধনা এবং অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মহসিন এর দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অত্র কলেজ হলরুমে এ সভা আয়োজন করেন সরকারি আব্দুল জব্বার কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানা ইনচার্জ মোঃ শাহীন ফকির। এসময় সরকারি আব্দুল জব্বার কলেজ এর শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।