মানুষ উন্নয়নকে মূল্যায়ন করে নৌকায় ভোট দিবে: জ্যাকব  

Dec 28, 2023 - 21:25
Dec 28, 2023 - 21:25
 0  107
মানুষ উন্নয়নকে মূল্যায়ন করে নৌকায় ভোট দিবে: জ্যাকব  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বিএনপি বুঝে শুধু জালাও পোড়াও, কিভাবে মানবকল্যাণ করতে হয় তারা তা জানেনা। এমপি জ্যাকব আরো বলেন, বিএনপির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ৭ জানুয়ারি মানুষ উন্নয়নকে মূল্যায়ন করে নৌকায় ভোট দিবে। 

তিনি বলেন, আমি আমার সরকারের আমলে এলাকায় মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ রাস্তা, ব্রিজ, কালভার্ট, শিশু বিনোদন পার্ক, হাজার কোটি টাকা ব্যয়ে নদী ভাঙ্গন রোধ সহ রেকর্ড উন্নয়ন করেছি। উঠান বৈঠকের এই জনস্রোত প্রমাণ করে ৭ জানুয়ারি মানুষ নৌকায় ভোট দিবে। 

তিনি বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় চরফ্যাসন উপজেলার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নৌকা মার্কার পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত হাজারো জনতার সামনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।

ইউনিয়নের প্রধান নির্বাচন সমন্বয়কারী অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন আখন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা যুবলীগ সভাপতি সাঈদুর রহমান স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মিয়া, সাধারণ সম্পাদক সোহাগ আখন প্রমুখ । 

এদিকে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি উঠান বৈঠকে পৌছার আগেই হাজারো মানুষের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow