বোরহানউদ্দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র দাখিল
প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১১ জন নির্বাচনে অংশ গ্রহনের লক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, গতকাল ২১ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।
উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন দাখিল করেন। তারা হলেন, জাফর উল্ল্যাহ চৌধুরী, আবুল কালাম আজাদ, মো. রাসেল আহমেদ মিয়া, এড. মোস্তাফিজুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মনসুরুল আলম চৌধুরী, মোহাম্মদ আলী হিরা, মো. ইসমাইল খান, হাসিব চৌধুরী বাঁধন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা ইয়াছমিন, আক্তারুন নেছা, রাজিয়া সুলতানা মনোনয়নপত্র দাখিল করেন।
What's Your Reaction?