পূবালী ব্যাংক পিএলসি ৫০২ তম বোরহানউদ্দিন শাখার উদ্বোধন
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি ৫০২ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৬ ডিসেম্বর ২০২৩ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন পশ্চিম বাজার বি এম কমপ্লেক্সের ২য় তলায় বেলা ১২ টায় উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের উপ মহাব্যবস্থাপক এবং অঞ্চল প্রধান শেখ মো: সামছুদ্দোহা' র সভাপতিত্বে প্রধান অতিথি ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল পূবালী ব্যাংক পিএলসি ৫০২ তম শাখার শুভ উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলী আজম মুকুল তার বক্তব্যে বলেন একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের কে বিভ্রান্ত করার চেষ্টা করে আমাদের ব্যাংকিং খাতকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে আজ ব্যাংকিং কার্যক্রম ডিজিটাল রুপে পরিচালিত হচ্ছে। ব্যাংকিং সেবা আজ জনগণের হাতের নাগালে।
এসময় বোরহানউদ্দিন পূবালী ব্যাংক পিএলসি ৫০২ তম শাখার ব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান বলেন, আমরা সারাদেশের ন্যায় বোরহানউদ্দিন উপজেলাবাসীকে সর্বাত্মক সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেন।
What's Your Reaction?