ভোলার ইলিশা কূপে গ্যাসের সন্ধান, পরীক্ষামূলক উত্তোলন শুরু

Apr 28, 2023 - 21:09
Apr 28, 2023 - 21:09
 0  12
ভোলার ইলিশা কূপে গ্যাসের সন্ধান, পরীক্ষামূলক উত্তোলন শুরু
ভোলার ইলিশা-১ ক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু। ছবি- সংগৃহীত

ভোলা জেলার ইলিশা-১ এ কূপ খনন করে বাপেক্স প্রাথমিকভাবে গ্যাসের সন্ধান পেয়েছে। বাপেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে ডিএসটি টেস্টিংয়ের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিয়ে নিশ্চিত হয় প্রতিষ্ঠানটি।

বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম এ কূপ খনন কাজে নিয়োজিত রয়েছে। সুনির্দিষ্টভাবে কী পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে তা জানা না গেলেও বাপেক্স ধারণা করছে এ কূপে ১৮০ থেকে ২০০ বিসিএফের মতো গ্যাসের মজুদ রয়েছে।

গত ৯ মার্চ ইলিশা-১ নামের এ কূপের খনন কাজ শুরু হয়। ১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামের আলাদা দুইটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। এসব কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ ১ দশমিক ৭ টিসিএফ ঘনফুট।

সূত্রমতে, ডিএসটি টেস্টিংয়ের মাধ্যমে শুরুতে ১০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের ফ্লো চলছে। এটি পর্যায়ক্রমে আরও বাড়বে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে সব কিছু জানা যাবে।

বাপেক্স ভূ-তাত্ত্বিক বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলমগীর হোসেন বলেন, ইলিশা কূপের ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান মিলেছে। যা প্রায় ৪ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আপাতত টেস্টিং চলছে। টেস্টিং শেষে বাকি তথ্য জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow