প্রথমবারের মত প্রকাশ্যে টাইটানিক ধ্বংসাবশেষের পূর্ণাঙ্গ ছবি
এ যেনো এক বিরল দৃশ্য। শতবর্ষ আগে সাগরতলে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের এমন কিছু ছবি সামনে এসেছে যা আগে কখনো দেখেনি কেউ।
টাইটানিক জাহাজের সম্পূর্ণ ধ্বংসাবশেষের প্রথম ডিজিটাল স্ক্যান ছবি প্রকাশ পেয়েছে। ফলে সাড়ে ১২ হাজার ফুট গভীরে পড়ে থাকা পুরো জাহাজটিকে এমন রুপে দেখা যাচ্ছে।
ক্যামেরায় তোলা ৭ লাখ ছবির সমন্বয়ে পুরো জাহাজের একটি অসাধারণ থ্রিডি ভিউ তৈরি করা হয়েছে যা দেখে মনে হতেই পারে যে চারপাশ থেকে যেনো পানি সরিয়ে নিয়েছে কেউ।
ম্যাগেলান লিমিটেড নামের একটি গভীর-সমুদ্র ম্যাপিং কোম্পানি এবং আটলান্টিক প্রোডাকশন কোম্পানি মিলে ২০২২ সালে ধ্বংসাবশেষের এই স্ক্যান ছবি তৈরি করে। ধ্বংসাবশেষের দৈর্ঘ্য-প্রস্থ জরিপ করতেই বিশেষজ্ঞ দলের সময় লেগেছে ২০০ ঘণ্টার বেশি।
প্রতিটি অবস্থান ও কোণ থেকে ৭ লাখের বেশি ছবি নেওয়ার পর একটি পূর্ণাঙ্গ থ্রিডি ভিউ তৈরি করা হয়। এতে করে ১৯১২ সালে ডুবে যাওয়া এই জাহাজটির সাথে ঠিক কি ঘটেছিল, সেই ব্যাপারে নতুন কিছু জানার পথ খুলবে আশা বিশেষজ্ঞ দলের।
১৯৮৫ সালে ধ্বংসাবশেষ আবিষ্কৃত হওয়ার পর থেকে পুরো জাহাজটিকে কখনোই ক্যামেরায় আনতে পারেনি কেউ। নতুন প্রকাশিত এই ডিজিটাল স্ক্যানটিতে ধ্বংসাবশেষের একটি পূর্ণাঙ্গ দৃশ্য উঠে এসেছে যেখানে জাহাজটি দুটি অংশে ভাগ হয়ে সমূদ্রতলে পড়ে আছে। ভাঙা জাহাজটিকে ঘিরে রয়েছে বিশাল ধ্বংসস্তূপ।
What's Your Reaction?