"সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার" শিরোনামে কুকরি মুকরি ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে মঙ্গলবার সকালে এ বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন।
এ উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগ, চরফ্যাসন উপজেলা পরিষদ ১২টি ইউনিয়ন পরিষদের স্টল সমূহে সরকারের নানামুখী উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে।