ভোলার চরফ্যাসন উপজেলার মুজিব নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ৫৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ: ওয়াদুদ মিয়া। বিপুল ভোটের ব্যবধানে তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. আবুল কাশেম (ফারুক) ১ হাজার ২২২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৫ টায় ভোট গননা সম্পন্ন হয়।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রশাসনের কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্ন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।