ভোলার ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

May 22, 2024 - 15:14
 0  50
ভোলার ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

ভোলায় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন। দু-একটি বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটলেও কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকল প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই না হলেও দু-একজন প্রার্থীর মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বীতা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১টায় বেসরকারিভাবে প্রার্থীদের ফলাফল প্রকাশ করেন জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তারা।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভোলা সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীক ৭১ হাজার ১শ’ ৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয় লাভ করেছেন মোহাম্মদ ইউনুছ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারেফ হোসেন (আনারস) পেয়েছেন ৪০ হাজার ৮৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে (উড়োজাহাজ) ৫৩ হাজার ৯শ’ ৫৫ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন শাহ আলী নেওয়াজ পলাশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিজুল ইসলাম (চশমা) পেয়েছেন ২৬ হাজার ৫শ ৫৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) ৩২ হাজার ৬৯২ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন ছালেহা আখতার চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারাহ আক্তার (নিশা) পেয়েছেন (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২৪ হাজার ৮০৫ ভোট।

দৌলতখান উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মনজুর আলম খান (কাপ-পিরিচ)। তিনি পেয়েছেন ১৪ হাজার ১৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুর রশীদ চৌধুরী (হেলিকপ্টার) পেয়েছেন ১১ হাজার ৮৯৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আনোয়ারুল ইসলাম (চশমা)। তিনি পেয়েছেন ১৯ হাজার ২০৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সেলিম (টিউবওয়েল) পেয়েছেন ১২ হাজার ২১৬ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কহিনুর ওবায়েদ উল্যাহ (কলস)। তিনি পেয়েছেন ২১ হাজার ১শ’ ৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিবি ফাতেমা (সেলাই মেশিন) পেয়েছেন ১৩ হাজার ৫৫৯ ভোট।

বোরহানউদ্দিন উপজেলায় ৮১টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন (আনারস) জাফর উল্লাহ চৌধুরী। তিনি পেয়েছেন ২৯ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম (দোয়াত-কলম) পেয়েছেন ১৮ হাজার ৯৬৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে (তালা) মোহাম্মদ আলী হীরা বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৭ হাজার  ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসিব চৌধুরী বাঁধন (উড়োজাহাজ) পেয়েছেন ১৫ হাজার ১৩৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস) আকতারুন নেছা রিনু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৪২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজা ইয়াসমিন (প্রজাপতি) পেয়েছেন ১৪ হাজার ৬শ’ ৯৯ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোলার ৩ উপজেলার মোট ৩৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন। ভোলার এই ৩ উপজেলায় মোট ভোটার ছিল ৭ লক্ষ ৫১ হাজার ৪৪৯ জন। সূত্র: ঢাকা মেইল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow