মনপুরা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
মনপুরা কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে সেভ দ্যা চিলড্রেন এর সহযোগীতায় স্টাট ফান্ড বাংলাদেশ ফর ডিজিষ্টার রিসাইলিন্স এবং রিসপন্স প্রকল্পের উদ্যোগে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারের মাঝে নগদ টাকা বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যম্যে ৪৬ ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ১০৯৫০টাকা করে ঘর মেরামত বাবাদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নগদ অর্থ বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম, প্রকল্পের সহকারী পরিচালক রাশিদা বেগম, উর্দ্ধতন সমন্বয়কারী মোঃ ইউনুছ।
সভায় ক্ষতিগ্রন্ত পরিবারকে উদ্দেশ্য করে প্রকল্প সমন্বয়কারী বলেন, প্রথম যে টাকা দেওয়া হয়েছে তা দিয়ে ঘর মেরামতের কাজ শুরু করার জন্য বলা হয়েছে। পরবর্তীতে কাজ দেখে আরও ১০১৫০টাকা প্রদান করা হবে। এই সময় বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?