ঈদের রেসিপি : বাটার চিকেন তৈরির রেসিপি

Apr 13, 2023 - 15:58
 0  95
ঈদের রেসিপি : বাটার চিকেন তৈরির রেসিপি

ঈদের খাবারের আয়োজনে রাখতে পারেন বাটার চিকেন। মুরগির মাংসের এই পদ জিভে জল আনার মতোই। মুরগি, বাটার ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যাবে বাটার চিকেন। লোভনীয় এই পদ রান্না করতে চাইলে সঠিক রেসিপি জানা থাকা চাই। চলুন জেনে নেওয়া যাক বাটার চিকেন তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংস- দেড় কেজি

টক দই- সিকি কাপ

টমেটো পিউরি- দেড় কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

শুকনা মরিচ কুচি- ১ টেবিল চামচ

ধনে-জিরা ও কালো গোলমরিচ একসঙ্গে ভেজে গুঁড়া করা- ১ চা চামচ

মাখন- ৫০ গ্রাম

ক্রিম- ১ কৌটা

লবণ- প্রয়োজনমতো

সয়াবিন তেল- সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

কাপ তেলে মুরগির মাংস, আদা বাটা, শুকনা মরিচ কুচি ও লবণ দিয়ে হালকা করে ভাজতে হবে। এরপর টক দই, টমেটো পিউরি ও ভাজা মসলা দিয়ে রান্না করতে হবে। মসলা ঘন হয়ে এলে দুধের সর বা ক্রিম দিয়ে দমে বসাতে হবে। এবার মাখন অন্য পাত্রে গুলে মুরগির পাত্রে ঢেলে দিতে হবে। মিনিট দুয়েক পর নামিয়ে নিন। পোলাও, বিরিয়ানি, পরোটা ইত্যাদির সঙ্গে পরিবেশন করতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow