বোরহানউদ্দিনে বাল্যবিবাহের আইন ও করনীয় বিষয়ক সচেতনার লক্ষে নাটক ও পথগান

Sep 7, 2023 - 18:50
Sep 7, 2023 - 18:50
 0  106
বোরহানউদ্দিনে বাল্যবিবাহের আইন ও করনীয় বিষয়ক সচেতনার লক্ষে নাটক ও পথগান

ভোলা বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে বাল্যবিবাহ প্রতিরোধ, বাল্যবিবাহ আইন ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনগণকে সচেতনতার লক্ষে ছবি, নাটক, পথগান অনুষ্ঠিত হয়েছে।

গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং সুশীলন এর বাস্তবায়নে সিইএমবি প্রকল্পের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইএমবি প্রকল্পের টিএম মো. জিয়াউল হক, জেলা নেটওয়ার্কিং কমিটির সহ-সভাপতি কামরুন নাহার, উপজেলা সমন্বয়কারী কবিবুর রহমান, মনিটরিং ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটর আছমা খাতুন এবং কমিনিকেশন কো-অর্ডিনেটর রেজাউল করিম। উল্লেখ্য, বোরহানউদ্দিন, দৌলতখান ও তজুমদ্দিন উপজেলায় মোট ২৪ টি নাটক চলতি মাসে প্রর্দশিত হবে।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক গণ উপস্থিত থেকে বাল্য বিবাহ কে না বলার প্রতিশ্রতি ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow