বিএনপির একদফা আন্দোলন মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ : জ্যাকব

Jul 29, 2023 - 18:27
 0  9
বিএনপির একদফা আন্দোলন মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ : জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, ‘বিএনপির একদফা আন্দোলন মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত থাকে। বাংলাদেশের ব্যাপক উন্নয়নে আজ সারা বিশ্ব ভূয়সী প্রশংসা করছে।'

শনিবার (২৯ জুলাই) দুপুরে চরফ্যাসন ব্রজগোপাল টাউন হলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জ্যাকব এসব কথা বলেন।

তিনি বলেন, 'একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এসব বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা তাদের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকবো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে দেশের অস্তিত্ব থাকবে না।'

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র মো. মোরশেদ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow