বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপে অংশ নিতে তাজিকিস্তানে যাচ্ছে দুই ভাই বোন
তাজিকিস্তানের রাজধানী আস্তানাতে আগামী ২২ থেকে ২৬ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘‘ বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপ’’ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা মহাদেশের ৪৮টি দেশ এতে অংশ গ্রহণ করবে। স্বর্ণ জয়ের উদ্দেশ্যে বাংলাদেশের ৭ জন প্রতিযোগি সহ ১০ জনের একটি দল ২০ আগস্ট তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে।
৭ জন প্রতিযোগিদের মধ্যে ২ জন কসমো স্কুল, ঢাকা বনশ্রী ক্যাম্পাসের শিক্ষার্থী আকরামুল তাহসিম (অষ্টম শ্রেণী)
তাসফিয়া ইসলাম তানহা (৭ম শ্রেণী) চ্যাম্পিয়নশীপে স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে আপন দুই ভাই বোন তাজিকিস্তানে যাচ্ছে। তাদের গ্রামের বাড়ী ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহবাজপুর গ্যাসফিল্ড এলাকায়। তাদের বাবা মনিরুজ্জামান মনির সন্তানদের সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
প্রতিযোগি তাসফিয়া ইসলাম তানহা জানান, আমরা সকল প্রতিযোগিরা কঠোর পরিশ্রম করেছি। দেশের পতাকা কে বিশ^ দরবারে তুলে ধরবো এবং স্বর্ণ জয়ের চেষ্টা করবো ইনশাআল্লাহ।
What's Your Reaction?