হাজার বছর পুরনো বাইবেল প্রায় ৪ কোটি ডলারে বিক্রি
এক হাজার একশ বছর আগে হিব্রুতে লেখা বাইবেল। যেটি তকমা পেয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীন হিব্রু ভাষার ধর্মগ্রন্থের।
গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছে ‘প্রাচীন’ এই বাইবেল। দাম উঠেছে ৩ কোটি ৮১ লাখ ডলার অর্থাৎ ৪০৮ কোটি টাকা। নিলামে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি পাণ্ডুলিপির তকমা পেয়েছে ধর্মগ্রন্থটি।
এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নিলামে চার মিনিটের মধ্যে বাইবেলটি ৩ কোটি ৮১ লাখ ডলারে বিক্রি হয়। এতে দুইজন ক্রেতা দরাদরি করেন।
যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক আলফ্রেড মোসেস হিব্রু ভাষার বাইবেলটি দেশটির একটি অলাভজনক প্রতিষ্ঠানের পক্ষে কিনেছেন। ইসরায়েলের তেল আবিবের এএনইউ জাদুঘরকে উপহার দেওয়া হবে বাইবেলটি।
মোজেস বলেন, ‘হিব্রু বাইবেল হলো পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী গ্রন্থ। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে বলে আমি আনন্দিত।’
এর আগে বিশ্বব্যাপী সফরের অংশ হিসেবে মার্চ মাসে এএনইউ মিউজিয়ামে পাণ্ডুলিপিটি প্রদর্শন করা হয়েছিল।
তবে এতো দামে বিক্রি হলেও দামের ক্ষেত্রে এটি বিশ্বরেকর্ড করতে পারেনি। এর আগে মার্কিন সংবিধানের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে চার কোটি ৩২ লাখ ডলারে। এ ছাড়া বিশ্বের সবচেয়ে দামি হাতে লেখা পাণ্ডুলিপি হিসেবে লিওনার্দো দা ভিঞ্চির লেখা বই ‘কোডেক্স লিচেস্টার’-এর পাণ্ডুলিপি ১৯৯৪ সালে বিক্রি হয়েছিল ৩ কোটি ৮ লাখ ডলারে।
What's Your Reaction?