চরফ্যাসনে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন
ভোলার চরফ্যাসনে যমুনা এক্সপ্রেস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চরফ্যাসন ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৪ নভেম্বর) মধ্যরাতে চরফ্যাসন উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। চরফ্যাসন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যমুনা এক্সপ্রেস পরিবহন নামে ওই যাত্রীবাহী বাসটি চরফ্যাসন টু চট্টগ্রাম রুটে চলাচল করত। শনিবার রাত ৯টার দিকে বাসটি চট্টগ্রাম থেকে চরফ্যাসন এসে পৌঁছায়। চরফ্যাসন বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বাসটি দাঁড়ানো ছিল। রাত ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
চরফ্যাসন থানার ডিউটি অফিসার অমিদ হাসান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ ধারণা করছে বিএনপির চলমান সহিংসতাকে কেন্দ্র করে গাড়িটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে।
What's Your Reaction?