মনপুরায় সিগারেটের আগুনে মাছ ধরা নৌকা পুড়ে কয়লা
ভোলার মনপুরায় সিগারেটের আগুনে একটি মাছ ধরা নৌকা পুড়ে কয়লা হয়ে গেছে। এতে ২ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন আব্দুল হান্নান নামের এক মাঝি।
বুধবার (১ মে) ভোররাতে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
মনপুরা থানার ওসি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌকাটি হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার আব্দুল হান্নান মাঝির। তিনি জানান, বুধবার ভোররাতে আব্দুল হান্নান মাঝির নৌকাটি চরফৈজুদ্দিন এলাকার মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ছিল। এ সময় কাঠমিস্ত্রীদের সিগারেটের আগুনে নৌকাটির জাল পুড়ে যায়। পরে পুরো আগুন নৌকাতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তার ২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
What's Your Reaction?