বোরহানউদ্দিনে উৎসবমুখর বই উৎসব 

Jan 1, 2024 - 20:52
Jan 1, 2024 - 20:58
 0  102
বোরহানউদ্দিনে উৎসবমুখর বই উৎসব 
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সারা দেশের সাথে একযোগে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায়  বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন, স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, সদস্য মো. ফয়েজউল্যাহ, সিনিয়র শিক্ষক তাহমিনা বেগম, মো. ছবিরউদ্দিন প্রমুখ।
এছাড়া বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
ওই সময় উপজেলা শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম,বোরহানউদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ নোমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা বক্তৃতা করেন। ওই সময় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাঁকজমকভাবে বই বিতরণ উৎসব পালিত হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow