গাজায় স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২৭

Jun 6, 2024 - 11:23
 0  48
গাজায় স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২৭

ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামাসের কম্পাউন্ড ছিল দাবি করে সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতরা স্কুলটিতে আশ্রয়ের খোঁজে এসেছিল বলে জানিয়েছে গাজার গণমাধ্যম।

বৃহস্পতিবার (৬ জুন) ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ইসরায়েল দাবি করেছে, স্কুলটিতে হামাসের একটি কম্পাউন্ড ছিল। ৭ অক্টোবরের হামলার সঙ্গে জড়িত যোদ্ধারা সেখানে ছিল। তাই হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে; যে হামলাটি আট মাস ধরে চলমান এই যুদ্ধের সূচনা ঘটিয়েছিল।

ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছেন গাজার হামাস পরিচালিত সরকারের তথ্য দফতরের পরিচালক ইসমাইল আল-থাওয়াবেত। তিনি বলেন, ‘দখলদাররা কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের বিরুদ্ধে চালানো নৃশংস অপরাধকে বৈধতা দিতে মিথ্যা বানানো গল্পের মাধ্যমে জনমতের কাছে মিথ্যা কথা বলে।’

বিমান হামলার আগে ইসরায়েলে সামরিক বাহিনী বেসামরিকদের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে পদক্ষেপ নিয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো।

তবে হতাহতের বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। রয়টার্সের পক্ষ থেকেও এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow