চরফ্যাসনে সাপের কামড়ে ও পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলার চরফ্যাসনে বিষাক্ত সাপের কামড়ে ও পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে ও বিকেলে চরফ্যাসন উপজেলার আসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও শশিভূষণ থানা এলাকার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
চরফ্যাসন থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, উপজেলার আসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইয়ামিন নামের পাঁচ বছর বয়সী এক শিশু তার মামার সঙ্গে পুকুরে মাছ ধরছিল। এ সময় বিষাক্ত একটি সাপের কামড়ে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাৎক্ষণিক ইয়ামিনকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে শশিভূষণ থানার ওসি মো. সাঈদ জানান, শশিভূষণ থানা এলাকার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আরফিন নামের আট বছর বয়সী এক শিশু পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র: ঢাকা মেইল
What's Your Reaction?