লালমোহনে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

Jun 5, 2023 - 20:56
 0  127
লালমোহনে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ভোলার লালমোহন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ সময় এক ফায়ারম্যানসহ আহত হয়েছেন দুইজন।

সোমবার বিকেল ৪টার দিকে পৌরশহরের মোল্লা জামে মসজিদ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয়দের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মোবাইলের দোকান, বইয়ের লাইব্রেরি, লেপ-তোষকের দোকান ও হোমিওপ্যাথিক দোকানসহ ১৪ দোকান।

লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেই। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১৪ ব্যবসায়ীর অন্তত ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলার উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ও স্থানীয়দের  দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনার শুরু থেকে আগুন নিয়ন্ত্রণে আসা ফায়ার সার্ভিস কর্মীদের কাজ নির্বিঘ্ন করতে পুলিশ সহায়তা করেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow